পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রী শ্রী সরস্বতী ।

ছবি
সরস্বতী পূজা দেবী সরস্বতী: জ্ঞান, নির্মলতা ও সত্ত্বগুণের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী হিন্দু ধর্মের এক মহান দেবী, যিনি বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী। তাঁর নামেই জ্ঞানের উৎস, কণ্ঠের বাণী এবং শিল্পের শুদ্ধতা একাকার হয়ে যায়। ‘সরস্বতী’ শব্দের অর্থ—জ্যোতির্ময়ী, অর্থাৎ আলোর উৎস, জ্ঞানপ্রদীপ। উত্পত্তি ও রূপ দেবীভাগবত পুরাণ অনুসারে, দেবী সরস্বতী ভগবান বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপন্ন হন। সৃষ্টির সূচনাকালে, যখন ব্রহ্মা জগৎ রচনার পরিকল্পনা করেন, তখন তাঁর চিন্তা ও সৃজনের সহায় রূপে আবির্ভূত হন দেবী সরস্বতী। সরস্বতী লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে ত্রিদেবীর অন্যতমা। তিনি শুক্লবর্ণা, পীতবস্ত্রধারিণী, তাঁর চার হাতে বীণা, পুস্তক, অক্ষমালা ও অঞ্জলি ধারণ করেন। তাঁর বাহন শ্বেতহংস, যা বিচক্ষণতা ও বোধের প্রতীক। বাগ্দেবী ও ধ্বনিরূপা কখনো তিনি বাগ্দেবী—ত্রয়ী লোক (ভূঃ, ভুবঃ, স্বঃ)-এ জ্ঞানরূপে পরিব্যাপ্ত। তন্ত্রশাস্ত্র অনুসারে, তিনি বাগীশ্বরী—অ থেকে ক্ষ পর্যন্ত পঞ্চাশটি বর্ণেই তাঁর দেহ গঠিত। অর্থাৎ, দেবী সরস্বতী স্বয়ং ধ্বনিরূপিণী, সমস্ত ভাষা ও জ্ঞানের আধার। গরুড় পুরাণ-এ তাঁকে শ্রদ্ধা,...