পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অযোধ্যার এক রাজকন্যা কিভাবে দক্ষিণ কোরিয়ার মহারানী হয়েছিলেন ।

ছবি
অযোধ্যার  রাজকন্যা  সূর্য রত্না  (সুরিরত্না) বিয়ের পরে  -দক্ষিণ কোরিয়ার রানী   হিও ।   দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র (কোরীয়: 대한민국 দাএ-হান্-মিন্-‌গুক্‌ )। দক্ষিণ কোরিয়ার উত্তরে, উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পীত সাগর। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী । এই এই সুন্দর দেশ দক্ষিণ কোরিয়ার সাথে  ভারতের এক পারিবারিক সম্পর্ক রয়েছে।  দক্ষিণ কোরিয়ার সাথে  ভারতের এক পারিবারিক সম্পর্ক। দক্ষিণ কোরিয়ার সাথে  ভারতের   এই পারিবারিক সম্পর্কের কারণ অযোধ্যা নগরীর  রাজকন্যা সূর্য রত্না(সুরিরত্না)।  পড়ুন >> তথ্য অনুসন্ধান অনুসারে ,৩৩ খ্রিষ্টাব্দে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রাজকন্যা সূর্য রত্নার(সুরিরত্না) জন্ম হয় । কিংবদন্তি অনুসারে অযোধ্যার  রাজকন্যা সুরিরত্নার  পিতা মাতা  স্বপ্নে  দেখেছিলেন  তার মেয়ে সূর্যরত্নার  দক্ষিণ কোরিয়ার( Geumgwan Gaya  also known as Bon-Gaya (본가야, 本伽倻, "original Gay

ভারতবর্ষ নামটির উৎপত্তি এবং প্রাচীন ভারতবর্ষের দুই প্রধান রাজবংশ - সূর্য বংশ ও চন্দ্র বংশের ইতিহাস।

ছবি
সূর্য বংশ ও চন্দ্র বংশ পৌরাণিক ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রাচীন কালে  দুটি প্রধান শক্তিশালী ও ধনশালী রাজবংশ ভারতবর্ষে রাজত্ব করেছিলেন ।এই  রাজ বংশ দুটির নাম হল সূর্য বংশ এবং চন্দ্র বংশ। রামায়ণ মহাভারত এবং পুরাণ গুলিতে এই বংশ দুটির শৌর্য, পরাক্রম, এবং ধর্ম পালন এর কথা  বর্ণনা করা   হয়েছে। বিভিন্ন পুরাণে এই বংশ দুটির পরম্পরা দেওয়া আছে। পুরাণ গুলিতে একই বংশের বর্ণনায় কিছুটা তারতম্য দেখা যায় । এই বিভ্রান্তির প্রধান  কারণ হল এর প্রাচীনত্ব। তবে যারা ইতিহাসের মূল নায়ক তাদের নিয়ে কোন দ্বিমত নেই যেমন- দশরথের পুত্র রাম, বাসুদেব (বসুদেব) পুত্র কৃষ্ণ  ইত্যাদি । যাই হোক প্রথমে  সূর্য বংশের কথাতে যাই। সূর্য বংশ:-  প্রজাপতি কশ্যপের পৌত্র বিবস্বান (সূর্য) থেকে সূর্য বংশের উৎপত্তি। এই সূর্য বংশের প্রথম রাজা  হলেন ইক্ষ্বাকু। তিনি ছিলেন বৈবস্বত মনুর পুত্র। তিনি প্রথম অযোধ্যার সিংহাসনে বসেন। এই রাজ বংশ থেকে অনেক জগৎ বিখ্যাত এবং দিগ্বিজয়ী রাজা আমাদের দেশের শাসক ছিলেন । যেমন রাজা যুবনাশ্বের পুত্র– রাজা মান্ধাতা ।  বিষ্ণুপুরাণে মান্ধাতার কাহিনি পাওয়া যায় । ভগবান শ্রী রামচন্দ্র। এই বংশের আরেক