পোস্টগুলি

এপ্রিল, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ নিন্দা কেন করে ? নিন্দা কি এবং নিন্দার প্রকার ?

ছবি
  কটূক্তি ও কুৎসা মানুষের হৃদয়ে আঘাত করে । অস্ত্র শরীরের বাহিরে আঘাত করে, কটূক্তি ও কুৎসা মানুষের হৃদয়ে আঘাত করে। তাই কটূক্তি ও কুৎসা করার আগে এর দূরগামী পরিনাম নিয়ে  ভাবা উচিৎ। এই কুৎসার সমার্থক শব্দ হল নিন্দা।   নিন্দা:-নিন্দা কথার সাধারণ অর্থ - কুৎসা, কলঙ্ক, দোষারোপ করা,  কটূক্তি  করা ইত্যাদি। নিন্দা আমাদের জীবন যুদ্ধের পৃষ্ঠভূমিতে   হিংসুক মানুষদের  দ্বারা সঞ্চালিত একটি দুষ্প্রচার (প্রপোগান্ডা) যুদ্ধ। এই  দুষ্প্রচার (প্রপোগান্ডা) যুদ্ধে যে সকল মানুষ অন্য লোকের মিছা মিছি  নিন্দা করে তাদের বলা হয়  নিন্দুক। নিন্দার প্রকার। নিন্দা সাধারণভাবে  দুই প্রকার-  ১.দোষ / অন্যায় ও অপরাধ করলে তার যে নিন্দা করা হয় তাকে বলা হয় ন্যায় / নীতি বাচক  নিন্দা । ২.মানুষ ঈর্ষায় যখন মিছা মিছি   অন্য লোকের  নিন্দা করে তখন তাকে বলা হয় ঈর্ষার নিন্দা । ঈর্ষার নিন্দাকেই  আজকাল  সাধারণ লোকেরা নিন্দা বলে থাকেন।  নিন্দার কারণ।   মানুষের কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ(অহংকার),  মাৎসর্য্য (হিংসা ), ঈর্ষা,ও আত্মশ্লাঘা (আত্মপ্রশংসা) হল নিন্দা করার মূল কারণ। এই কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ(অহংকার),মাৎসর্য্য (হিংসা ),ঈর্ষা,ও আত্মশ্লাঘা (