মানুষ নিন্দা কেন করে ? নিন্দা কি এবং নিন্দার প্রকার ?

 

কটূক্তি ও কুৎসা মানুষের
হৃদয়ে আঘাত করে


অস্ত্র শরীরের বাহিরে আঘাত করে, কটূক্তি ও কুৎসা মানুষের হৃদয়ে আঘাত করে। তাই কটূক্তি ও কুৎসা করার আগে এর দূরগামী পরিনাম নিয়ে  ভাবা উচিৎ। এই কুৎসার সমার্থক শব্দ হল নিন্দা। 
 নিন্দা:-নিন্দা কথার সাধারণ অর্থ - কুৎসা, কলঙ্ক, দোষারোপ করা, কটূক্তি করা ইত্যাদি। নিন্দা আমাদের জীবন যুদ্ধের পৃষ্ঠভূমিতে   হিংসুক মানুষদের  দ্বারা সঞ্চালিত একটি দুষ্প্রচার (প্রপোগান্ডা) যুদ্ধ। এই  দুষ্প্রচার (প্রপোগান্ডা) যুদ্ধে যে সকল মানুষ অন্য লোকের মিছা মিছি  নিন্দা করে তাদের বলা হয়  নিন্দুক।

নিন্দার প্রকার।

নিন্দা সাধারণভাবে  দুই প্রকার- 

১.দোষ / অন্যায় ও অপরাধ করলে তার যে নিন্দা করা হয় তাকে বলা হয় ন্যায় /নীতি বাচক  নিন্দা

২.মানুষ ঈর্ষায় যখন মিছা মিছি   অন্য লোকের  নিন্দা করে তখন তাকে বলা হয় ঈর্ষার নিন্দা। ঈর্ষার নিন্দাকেই  আজকাল  সাধারণ লোকেরা নিন্দা বলে থাকেন। 

নিন্দার কারণ। 

মানুষের কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ(অহংকার),  মাৎসর্য্য (হিংসা ),ঈর্ষা,ও আত্মশ্লাঘা (আত্মপ্রশংসা) হল নিন্দা করার মূল কারণ। এই কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ(অহংকার),মাৎসর্য্য (হিংসা ),ঈর্ষা,ও আত্মশ্লাঘা (আত্মপ্রশংসা) যার মধ্যে যত বেশি তার নিন্দা করার প্রবণতাও তত  বেশি।

মানুষ নিন্দা কেন করে ?

হিংসুক ও নিন্দুক মানুষ ভাবে জীবন যুদ্ধে সে তার প্রতিদ্বন্দ্বীকে  তার শব্দ বানের দ্বারা পরাজিত /দুর্বল করতে  পারবে। এছাড়া নিন্দা  করে অলক্ষিত ভাবে হিংসুক ও নিন্দুক মানুষদের  মনে এক প্রকার গর্ব-মিশ্রিত তৃপ্তি জন্মায়, তাই হিংসুক ও নিন্দুক মানুষ নিন্দা করে। 


ছবি-ডাঃ পার্থ প্রতিম।

মানুষ জানে পরচর্চা ও পরনিন্দা মহা "পাপ । এসব জেনেও মানুষরা নিন্দা করতে ছাড়ে না,কারণ নিন্দা করার নেশা মহা সর্বনাশা। 

আজকাল পরনিন্দা, পরচর্চা  শ্রেফ  প্রিয় বস্তু ই  নয় ,এটি অতি  জনপ্রিয় বস্তু । পরনিন্দা, পরচর্চা না করলে অনেকের নাকি খাবার হজম  হয় না। তবে পরনিন্দা,পরচর্চা  করে মানুষ না শ্রেফ তার শত্রু তৈরি করেন ,বরং সে তার জীবনের মহা মূল্যবান সময় নষ্ট করে দেয়।

সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র মতে যে মিছা মিছি অন্যের নিন্দা  করে, পরচর্চা করে এবং অন্যকে মিছা মিছি  তিরস্কার, ঘৃণা ও  অপমান করে সে তার দ্বারা কৃত পাপ নিজের উপর নিয়ে নেয় এবং বিনিময়ে তাকে তার পুণ্য দেয়। তাই অন্যের মিছা মিছি ,নিন্দা, পরচর্চা, তিরস্কার, ঘৃণা ও  অপমান থেকে দূরে থাকাই শ্রেয়। 

লেখকের মন্তব্য:-

এই নিবন্ধটি ভগবান জগন্নাথের ঐশ্বরিক অনুপ্রেরণায় লেখা হয়েছে। যদি কেউ বা কোনও সংস্থা এই নিবন্ধের কোনও বিষয়বস্তুর সাথে একমত না হন  তবে তিনি বা তারা এটিকে দলিল প্রমাণ সহ মন্তব্যে উল্লেখ করতে পারেন এবং এটি সংশোধন করা হবে। ডকুমেন্টারি প্রমাণ এবং তথ্যের উৎস  ছাড়া এই বিষয়ে যে কোনও মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত এবং  অসাধু বলে গণ্য করা হবে ।

সবাই ভালো থাকুন ,সুস্থ থাকুন। সমগ্র মানব জাতি ও জীব জন্তুর  কল্যাণ হোক। শান্তির জয় হোক,সত্যের জয় হোক,মানবতার জয় হোক ,সনাতন ধর্মের জয়  হোক। 🙏হে প্রভু আমাকে শুধু জ্ঞান দাও, ভক্তি দাও আর শক্তি দাও🙏




 প্রবীর মহান্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।  প্রবীরের  বইগুলি Amazon.com. flipkart.com, abebooks.com এর মাধ্যমে বিক্রি হয়। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখনো পর্যন্ত ১২ লাখের বেশি লোক  প্রবীরের লেখা আর্টিকেল গুলি পড়েছেন।

 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরতি কি ? আরতি কি ভাবে করবেন ? সন্ধ্যা দেওয়ার নিয়ম কি ? পড়ুন এবং দেখুন ।

শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।