পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উৎকল ব্রাহ্মণ।

ছবি
উৎকল ব্রাহ্মণদের ইতিহাস উৎকল ব্রাহ্মণ:- উৎকল রাজ্যের ব্রাহ্মণদের উৎকল ব্রাহ্মণ বলা হয়। উৎকল ব্রাহ্মণ হল পঞ্চগৌড় ব্রাহ্মণদের একটি শাখা।পঞ্চগৌড় ব্রাহ্মণদের অন্য চারটি শাখা হল -কান্যকুব্জ ব্রাহ্মণ, সারস্বত ব্রাহ্মণ ,মৈথিল ব্রাহ্মণ ও গৌড় ব্রাহ্মণ । এখানে উল্লেখ করা প্রয়োজন যে সমস্ত ব্রাহ্মণ  বিন্ধ্য পর্বতের  উত্তরে বসবাস করতেন তাঁদের পঞ্চগৌড় ব্রাহ্মণ বলা হয়। উৎকল ব্রাহ্মণরা সনাতন হিন্দু ধর্মের চার ধামের এক ধাম ,পুরীর জগন্নাথ ধামের মন্দিরের ঐতিহাসিক তত্ত্বাবধায়ক। উৎকল ব্রাহ্মণদের  সম্মন্ধে অধিক জানতে হলে পড়ুন- 🌏 উৎকল ব্রাহ্মণদের ইতিহাস। [উৎকল ব্রাহ্মণদের উৎপত্তি,ধৰ্মসূত্র,গোত্র,ইষ্টদেবতা,কুলদেবতা,কুলদেবী,গ্রামদেবতা,উপাধি/পদবী,উপনয়ন,নামকরণ,বিবাহের নিয়ম,ধর্মীয় উৎসব,ভাষা,জনসংখ্যা,খাদ্যাভ্যাস রীতিনীতি,উৎকল ব্রাহ্মণ কোথা থেকে উৎকল রাজ্যে এসেছিলেন ইত্যাদি] উৎকল ব্রাহ্মণদের ইতিহাস টি আপনার,ল্যাপটপ,কম্পিউটার এবং মোবাইল ফোনের গুগল ট্রান্সলেটর চালিয়ে বাংলা,হিন্দি এবং অন্য ভাষাতে অনুবাদ করেও পড়তে পারেন। পড়ার জন্য ক্লিক করুন জগন্নাথ মন্দিরের নিচে লেখা  উৎকল ব্রাহ্মণে (English Version)।  ভারত এবং