উৎকল ব্রাহ্মণ।

উৎকল ব্রাহ্মণদের ইতিহাস


উৎকল ব্রাহ্মণ:-
উৎকল রাজ্যের ব্রাহ্মণদের উৎকল ব্রাহ্মণ বলা হয়। উৎকল ব্রাহ্মণ হল পঞ্চগৌড় ব্রাহ্মণদের একটি শাখা।পঞ্চগৌড় ব্রাহ্মণদের অন্য চারটি শাখা হল-কান্যকুব্জ ব্রাহ্মণ,সারস্বত ব্রাহ্মণ,মৈথিল ব্রাহ্মণ গৌড় ব্রাহ্মণ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সমস্ত ব্রাহ্মণ  বিন্ধ্য পর্বতের  উত্তরে বসবাস করতেন তাঁদের পঞ্চগৌড় ব্রাহ্মণ বলা হয়। উৎকল ব্রাহ্মণরা সনাতন হিন্দু ধর্মের চার ধামের এক ধাম ,পুরীর জগন্নাথ ধামের মন্দিরের ঐতিহাসিক তত্ত্বাবধায়ক। উৎকল ব্রাহ্মণদের  সম্মন্ধে অধিক জানতে হলে পড়ুন-
[উৎকল ব্রাহ্মণদের উৎপত্তি,ধৰ্মসূত্র,গোত্র,ইষ্টদেবতা,কুলদেবতা,কুলদেবী,গ্রামদেবতা,উপাধি/পদবী,উপনয়ন,নামকরণ,বিবাহের নিয়ম,ধর্মীয় উৎসব,ভাষা,জনসংখ্যা,খাদ্যাভ্যাস রীতিনীতি,উৎকল ব্রাহ্মণ কোথা থেকে উৎকল রাজ্যে এসেছিলেন ইত্যাদি]

উৎকল ব্রাহ্মণদের ইতিহাস টি আপনার,ল্যাপটপ,কম্পিউটার এবং মোবাইল ফোনের গুগল ট্রান্সলেটর চালিয়ে বাংলা,হিন্দি এবং অন্য ভাষাতে অনুবাদ করেও পড়তে পারেন। পড়ার জন্য ক্লিক করুন জগন্নাথ মন্দিরের নিচে লেখা  উৎকল ব্রাহ্মণে (English Version)।  ভারত এবং বিশ্বের প্রায় ৩০টির ও অধিক দেশ থেকে কয়েক লক্ষ লোক এটি পড়েছেন।
Translate by Google (English → বাংলা) 
🔗Link>উৎকল ব্রাহ্মণ





4.
🔗পড়ুন >>মাত্র ২১ বছর বয়স্ক এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফটওয়্যার ডেভেলপার এবং একটি উৎকল ব্রাহ্মণ পরিবারের এক মাত্র সন্তান ৺ আকাশ মহান্তীর সংক্ষিপ্ত জীবনী ।


লেখকের মন্তব্য:-এই নিবন্ধটি ভগবান জগন্নাথের ঐশ্বরিক অনুপ্রেরণায় লেখা হয়েছে। যদি কেউ বা কোনও সংস্থা এই নিবন্ধের কোনও বিষয়বস্তুর সাথে একমত না হন  তবে তিনি বা তারা এটিকে দলিল প্রমাণ সহ মন্তব্যে উল্লেখ করতে পারেন এবং এটি সংশোধন করা হবে। ডকুমেন্টারি প্রমাণ এবং তথ্যের উৎস  ছাড়া এই বিষয়ে যে কোনও মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত এবং  অসাধু বলে গণ্য করা হবে এবং মুছে ফেলা হবে। 🙏

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরতি কি ? আরতি কি ভাবে করবেন ? সন্ধ্যা দেওয়ার নিয়ম কি ? পড়ুন এবং দেখুন ।

শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।