আকাশ মহান্তী- একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফটওয়্যার ডেভেলপার, ইনভেন্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং এর ছাত্র ।

Akash Mahanty-JSTSE-Scholar 2016-2017


আকাশ মহান্তী -দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ব বিদ্যালয়ের, ইউনিভার্সিটি স্কুল অফ অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ,এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং (এআই এবং এমএল) এর দ্বিতীয় বর্ষের একজন প্রতিভাবান ছাত্র ছিল এবং ২০২১ এ ইউনিভার্সিটির  Mystery of  Code Explorer এ দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ২০১৬-১৭ তে আকাশ দিল্লি সরকারের জুনিয়র সায়েন্স টেলেন্ট সার্চ পরীক্ষায় (JSTSE) দিল্লির মধ্যে ৩২ তম স্থান অধিকার করেছিল। মাত্র 21 বছর বয়সে  হেপাটাইটিস A এর কারণে আকাশের হঠাৎ করে  লিভার ফেল হয়ে যায় এবং 11 মে, 2023-এ  দিল্লির সাকেতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে  মৃত্যু হয়

আকাশের কম্পিউটার সায়েন্স এবং সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রতি খুব বেশি উৎসাহ ও আগ্রহ ছিল । ১৮ বছর বয়স থেকেই ওপেন সোর্স কমিউনিটি তে যোগ দিয়ে ,মাত্র ২১ বছর বয়সেই আকাশ অনেক কিছু তৈরি করে গেছে। যে গুলির নাম হলো :-Waybackpy, Videohash, Redis Stream based video stream API, dHashPy, Youtube Playlist Length Analyzer Video Fingerprint, image dominant color.,ইত্যাদি। এই সমস্ত কাজ গুলি শেখার এবং করার জন্য আকাশ রাত দিন পরিশ্রম করত।

EXCELLENCE  AWARD OF AKASH

আকাশের রাত দিন পরিশ্রমের দ্বারা তৈরি প্রজেক্ট গুলি আমেরিকা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয় ও সংস্থান গুলি দ্বারা কি কাজে এবং কি ভাবে এর ব্যবহার হবে সে কথা এবং তাদের অনুসন্ধান ও অধ্যায়নের citation হিসাবে ব্যবহৃত ও প্রকাশিত হয়েছে। আকাশের তৈরি কাজ গুলির কিছু ইন্টারনেটে"Akash Mahanty/akamhy"নামে GitHub and PYPI.এ পাওয়া যায়।

Appreciation Mail of  Jérémie Lumbroso 
lecturer Princeton University. USA

আকাশের তৈরি বিখ্যাত প্রজেক্টটির নাম ওয়েব্যাকপাই (MIT License) আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কম্পিটার সায়েন্সের অধ্যাপক Jeremie Lumbroso ওয়েব্যাকপাই কে অসাধারণ ,বিস্ময়কর ও missing piece of the puzzle বলে বর্ণনা করেছেন।

Waybackpy সফটওয়ের ডেভেলপার সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য স্বীকৃতি এবং জনপ্রিয়তা অর্জন করেছে। এটি প্রায় 1150,000 বার ডাউনলোড করা হয়েছে, এবং প্রতি মাসে হাজার হাজার নতুন ডাউনলোড এর সাথে যুক্ত হয়ে চলেছে। ওয়েব আর্কাইভ গবেষণায় এর তাৎপর্য এবং প্রভাব তুলে ধরে বিশ্বব্যাপী বিভিন্ন জার্নাল, পেপার এবং বইতেও Waybackpy উদ্ধৃত হয়েছে।



আকাশের তৈরি -Waybackpy (MIT License) টি যেখানে যেখানে উদ্ধৃত হয়েছে সেগুলি হলো নিম্নরূপ:-


  1. Pantelakis, G.,Papadopoulos, P., Kourtellis, N., Markatos, E.P. (2022). FORTH/University of Crete, Telefonica Research, Barcelona, Spain. Measuring the (Over)use of Service Workers for In-Page Push Advertising Purposes. In: Hohlfeld, O., Moura, G., Pelsser, C. (eds) Passive and Active Measurement. PAM 2022. Lecture Notes in Computer Science, vol 13210. Springer, Cham. https://doi.org/10.1007/978-3-030-98785-5_19


  2. ACM Digital Library-ARTICLE Measuring the (Over)use of Service Workers for In-Page Push Advertising Purposes Authors:-George Pantelakis,Panagiotis Papadopoulos,Nicolas Kourtellis,Evangelos P. Markatos.

  3. Meacher, A., & Papasavva, A. (2022). City University of London, University College London . "I Can't Keep It Up." A Dataset from the Defunct Voat.co News Aggregator. International Conference on Web and Social Media.


  4. Wong, Wai & Trilling, Damian. (2023). University of Amsterdam, Netherlands. The Interplay between Right-Wing Alternative Media, Mainstream Media, and Political Elites in the United States. Journal of Quantitative Description: Digital Media. 3. 10.51685/jqd.2023.001.


  5. WARCnet Special Report - An overview of Skills, Tools & Knowledge Ecologies in Web Archive Research, Aarhus, Denmark 2022 - Sharon Healy (Maynooth University), Helena Byrne (British Library), Katharina Schmid (Bavarian State Library), Nicola Bingham (British Library), Olga Holownia (International Internet Preservation Consortium), Michael Kurzmeier (Maynooth University), Robert Jansma (University of Siegen). 

  6. Open Source Intelligence Techniques: Resources for Searching and Analyzing Online Information. Ninth Edition. Book by Michael Bazzell. USA


  7. Famous twitter account Cyber Detective @cyb_detective- writes about #osint (Open Source Intelligence) tools and techniques in twitter, on 31 January , 2022 tweeted to use waybackpy authored by Akash Mahanty.

  8. Under Heading "Reviving the Past: Top Wayback Machine Alternatives 2023":- Asim Akhtar (Derby-United Kingdom)-Founder of AtOnce said- As an expert in web development, I was thrilled to discover Waybackpy during my search for alternatives to the Wayback Machine. This Python library is a game-changer as it allows me to access archived versions of web pages directly within my code without any need for API or website interaction.

  9. Awesome Open Source (awesomeopensource.com) included waybackpy in the Top Web Archiving Open Source Projects globally (2023).

  10. WebxKit a leading digital marketing company wrote under the heading "Wayback Machine Alternative to Try in 2023". Waybackpy is a vеrsatilе wayback machine alternative in the form of a Python library. It allows dеvеlopеrs to crеatе custom archiving solutions tailorеd to their specific nееds.By lеvеraging Waybackpy, dеvеlopеrs can intеgratе archiving functionalitiеs dirеctly into thеir applications or wеbsitеs, offеring a sеamlеss usеr еxpеriеncе for thеir audiеncе.

11.Akash Mahanty's waybackpy has been mentioned in the Wikipedia article 'Wayback Machine'. উইকিপিডিয়া Page ,Help: Using the Wayback Machine.এতে Command-line tool,[ Save a live page, Get the oldest archive, Get the newest archive, Archive close to a date and time]waybackpy কে উল্লেখ করা হয়েছে।


12.ইন্টারন্যাশনাল ইন্টারনেট প্রিজারভেশন কনসোর্টিয়াম (IIPC) ওয়েব আর্কাইভিং সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত,টুল এবং সফ্টওয়্যারগুলির তালিকায় Waybackpy কে অন্তর্ভুক্ত করেছে (2023)


13.ইউরোপের বিখ্যাত টুইটার অ্যাকাউন্ট সাইবার ডিটেকটিভ @cyb_detective- #osint (ওপেন সোর্স ইন্টেলিজেন্স)- 31 জানুয়ারী, 2022-এ আকাশের লেখা Waybackpy টি ডাটা পুনরুদ্ধার করার জন্য ব্যবহার করার (জনসাধারণ ও ডিটেক্টিভদের) পরামর্শ দেন।


14.Students at the Higher Technical School of Computer Engineering, Polytechnic University of Valencia, Spain have incorporated Waybackpy, a tool authored by Akash Mahanty, into their Master's Degree program in Cybersecurity and Cyber Intelligence.



আকাশের আরো একটি জনপ্রিয় প্রজেক্টের নাম Videohash ,(MIT License)এটি ডুপ্লিকেট ভিডিও /এডিটেড ভিডিও কে চিন্নিত /শনাক্ত করতে সাহায্য করে। এটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 127,000 বার ডাউনলোড হয়েছে এবং প্রতি মাসে কয়েক হাজার ডাউন লোড এর সাথে যুক্ত হয়ে চলেছে। স্পেনের বার্সিলোনা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনে আকাশের এই প্রজেক্টটি প্রকাশিত ও প্রসংশীত হয়েছে।


Videohash has been cited in the study "Estudio y desarrollo de métodos para comparar vídeos" by Troconis Abreu, Eduardo Arturo and Serra Ruiz, Jordi, Ingeniería Informática, Escuela De Ingeniería (EE), Universidad Autónoma De Barcelona (UAB) [The Autonomous University of Barcelona].


আকাশের আরো একটি জনপ্রিয় প্রজেক্টের নাম Image dominant Color (MIT License)এটি ইমেজের মধ্যে প্রধান কালার (রং ) কে চিন্নিত /শনাক্ত  করতে সাহায্য করে। এটি বিশ্বের  বিভিন্ন  জায়গা থেকে 83,000 বার ডাউনলোড হয়েছে  এবং প্রতি মাসে কয়েক হাজার  ডাউন লোড এর সাথে যুক্ত হয়ে চলেছে।

দুর্ভাগ্যবশত, আকাশের অন্য অনেক কাজ অজানা  রয়ে গেছে , কারণ সে  তার কাজ গুলি নিজের নাম না দিয়ে শুরু করত এবং এটি জনপ্রিয় হলেই প্রথমে শর্ট নাম akamhy এবং পরে নিজের পুরো নাম লিখত। কম্পিউটার সায়েন্স, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ওপেন সোর্সের  প্রতি তার আবেগ  ও অবদান সফ্টওয়্যার ডেভেলপার দের জগতে একটি স্থায়ী প্রভাব ফেলেছে এবং তার সৃষ্টিগুলি বিশ্বব্যাপী সফ্টওয়্যার ডেভেলপার দের দ্বারা ব্যবহার করা  হচ্ছে এবং  প্রশংসা পেয়ে চলেছে । মাত্র ২১ বছর বয়সে নিজের চেষ্টায় সুদর্শন ছেলে আকাশ মানব জাতির জন্য যে কাজ  করে গেছে তার জন্য তাকে ,প্রাণ ভরা ভালোবাসা  জানাই।

আকাশের ব্যবহার ও আচরণ এবং চরিত্র।
আকাশ শুধু বাইরের দিক থেকে সুদর্শন ছেলে ছিল না,ভিতরের (মনের)দিক থেকেও সে খুব সুন্দর ছেলে ছিল,তার হৃদয় ছিল অত্যন্ত কোমল, অতি সুন্দর ব্যবহার ও আচরণ এবং চরিত্র। মন ছিল নিষ্পাপ। তাই তাকে কখনো,কখনো রাম বলে ডাকা হতো। সে শুধু ঘর ও পরিবারকেই ভালোবাসতো না ,সে সবাইকেই ভালোবাসতো । আকাশ সমগ্র মানব জাতির কল্যাণের  কথা ভাবতো । আকাশ  নিজের এবং পরিবারের জন্য ইঞ্জিনিয়ার হতে চাই নি,সে গরীব লোকদের সাহায্য করার জন্য  ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল,সে তার নিজের সফ্টওয়্যার কোম্পানি (স্টার্টআপ ) খুলে যাদের কাজের দরকার তাদের কাজ দিতে চেয়েছিল। আকাশের এই ব্যাপারে অনেক কিছু বলতো কিন্তু আকাশের এই দুটি বিখ্যাত উক্তি যা সারাক্ষণ আমার কানে বাজে ।


1.ইঞ্জিনিয়ারিং মানে সমস্যা সমাধানের জন্য নতুন আবিষ্কার  এবং দক্ষতা অর্জন ।  অর্থ উপার্জন এর আসল উদ্দেশ্য হওয়া  কখনই  উচিত নয়। Engineering means innovation and skill to solve problems. It should never be about earning money.
2.মানবজাতির কল্যাণের  জন্য মানুষের উচিত ওপেন সোর্সে  তাদের যথাসাধ্য যোগদান করা। অন্যথায় মানব কল্যান- যেটি  প্রযুক্তি বিদ্যার আসল উদ্দেশ্য সেটি  পূর্ণ হওয়া খুব মুশকিল।

আকাশের মৃত্যুর কারণ। 
.ডাক্তররা রোগ টিকে সময়ে ধরতে পারেন নি। এছাড়া এত অল্প সময়ে হেপাটাইটিস A যে এত প্রাণঘাতী হতে পারে সেটি  চিকিৎসক ভাবতে ও পারেননি।
 হেপাটাইটিস A ভাইরাসের আক্রমণে আকাশের লিভার তার কাজ করা বন্ধ করে দিল। 
লিভার তার কাজ করা বন্ধ করার  ফলে  রক্ত থেকে ক্ষতিকর জিনিসের  শোধন বন্ধ  হয়ে গেল এবং এই ক্ষতিকারক পদার্থ গুলি শরীরের সমস্ত অঙ্গ গুলিকে নষ্ট করতে লাগল ,রক্ত থেকে ক্ষতিকর জিনিসের  শোধন বন্ধ হওয়ায় ব্রেনে আমোনিয়ার মাত্রা হয়ে দাঁড়াল ৭০০,যার জন্য ধীরে ধীরে ব্রেন তার কাজ করা বন্ধ করে দিল।  
৩.পরিবারের মেডিক্যাল সায়েন্স সন্মন্ধে কোনো জ্ঞান /অভিজ্ঞতা না থাকার জন্য ডিগ্রি ধারী ডাক্তারদের উপর এবং স্রেফ সুপার স্পেশালিটি হাসপাতাল নামটির উপর অত্যাধিক  ভরসা করা ছাড়া অন্য উপায় না থাকা। 
8.একটি  সুপার স্পেশালিটি হাসপাতালে এই রোগটির চিকিৎসা করার পূর্ণ সুবিধা না থাকা সত্বেও এবং লিভার ফেল হয়ে গেছে  জানার পরেও  আকাশকে প্রায় ১৬ ঘন্টা তাদের হাসপাতালে রেখে দেওয়া ।
.সবার শেষে মনে হয় আকাশকে ভগবান  স্বল্প আয়ু দিয়েছিলেন। 

আকাশের মৃত্যুর পরে কি হলো। 

Condolences messages
From: Indraprastha University, Delhi.

আকাশের মৃত্যুর পর চারিদিকে শোকের ছায়া নেমে এলো ,আকাশের ইউনিভার্সিটি ,সেদিনের মতো বন্ধ হয়ে গেল ,আকাশের বন্ধুরা ,কাঁদতে লাগলো ,পথের পথিক যারা এই ব্যাপারে শুনলো তারা কাঁদতে লাগলো  কিন্তু এরই মাঝে কিছু লোক  উল্লসিত হলেন  শুধু তাই নয় ,তাদের মধ্যে আবার কিছু লোক  নানা রকমের দুষ্প্রচার শুরু করলেন। আকাশের পরিবার তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের সময়ে চুপচাপ সব সহ্য করে শুনতে লাগলো এবং আকাশের প্রিয় দেশে ও তার মনের  প্রিয় ব্যক্তিদের সাথে পড়াশুনা করা ,রিসার্চ করা ,কাজ করা ও থাকার- অপূর্ণ ইচ্ছা পূরণের  জন্য ভগবানের কাছে আকাশের পুনর্জন্মের জন্য প্রার্থনা করতে লাগলো।
আকাশ কে ছিল?
আকাশ ছিল প্র্যাকটিক্যাল  নলেজ এবং রিসার্চ ও ইনোভেশন এর পূজারী ও একজন ইনভেন্টর। নতুন কিছু জানা ,দেখা ,শেখা ও করার জন্য প্রচণ্ড আগ্রহী,তার আগ্রহ এত বেশি ছিল , এই কাজগুলি করার জন্য ,সময় বাঁচানোর জন্য কোনোদিন সে চুল আচড়াত না,আয়নায় মুখ দেখা তো দূরের কথা।আকাশের তার কাজের প্রতি সমর্পন  এবং সংকল্পের মাত্রা এত বেশি ছিল যে ,সে  কখনই ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব ভ্লগ, অনলাইন গেম ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আকৃষ্ট হয় নি।

আকাশের চেহারা ,চরিত্র ,বুদ্ধিমত্তা ,জন্ম ,ইত্যাদি কে সনাতন হিন্দু ধর্মের  তথ্য দিয়ে বিশ্লেষণ করলে স্পষ্ট রূপে বোঝা যায় ,তাঁর জীবাত্মা স্বর্গ  থেকে স্বল্প পরমায়ু নিয়ে কয়েকটি গুরুত্ব পূর্ণ /দরকারী কাজ করতে এসেছিল। সেই কাজ পূর্ন  হবার পর শ্রী হরির কৃপায়  বৈকুন্ঠে চলে গেল।


Condolences Messages; From: Professor Jérémie Lumbroso, USA

From: Jérémie Lumbroso
Date: Sun, 3 Mar, 2024, 21:15
Subject: Re: Gratitude for your Email to Akash Mahanty
To: Prabir kumar Mahanty <prabir.mahanti2000@gmail.com>
Cc: <lumbroso@seas.....>


Dear Mr. Mahanty,

I was deeply saddened to learn of your son Akash's passing. Please accept my heartfelt condolences for your loss. The news of such a talented and promising young individual departing too soon is truly heartbreaking.

Your message about Akash's work and the impact he had in his short but meaningful life moved me profoundly. It is clear that he was not only a gifted individual but also someone who left an indelible mark on those around him.

I apologize for the delay in my response. The news of Akash's passing brought me great sorrow, especially regretting that I could not continue our conversation before his untimely departure. I understand the depth of your loss and the value you place on those who recognized his talents.

In these challenging times, the importance of honoring the legacies of brilliant young minds like Akash becomes ever more clear to me. In this spirit, I've been contemplating a way to contribute to preserving his remarkable work. I wonder what you would think of the idea of me taking over the maintenance of Waybackpy? I've noticed there are currently 12 open issues since the last version was released in March 2022. My intention would be to address these issues and ensure that Akash's work not only remains relevant but continues to thrive and evolve. We could ensure that Akash's name and story is shared. I see this as a potential way to keep his legacy vibrant and influential in the community he was so passionate about.

Additionally, as a regular donor to the Internet Archive, I am considering reaching out to them to see if there's a possibility of featuring Waybackpy and commemorating Akash's work within their platform. This is just an idea at this stage, and I would proceed only with your blessing and support.

Please let me know if you are comfortable with these suggestions or if there's any other way I can assist in preserving and honoring Akash's legacy. Your son's work was truly remarkable, and it deserves to be recognized and remembered, as does his spirit of openness and giving.

Once again, my deepest sympathies go out to you and your family during this time of mourning. If there is anything more I can do, please do not hesitate to reach out. I weep the kind soul that was your soon deeply.

With warmest regards and deepest respect,

Sincerely,
Jérémie Lumbroso, Ph.D.
Practice Assistant Professor
Computer and Information Science
University of Pennsylvania
Office: Towne 219A
LinkedIn | GitHub


Our loving Akash we are praying to God for your rebirth in the.
land of your choice to fulfill your dream, goal and ambition.




লেখকের মন্তব্য:আমি এই লেখা টি আমার এক মাত্র ছেলে ৺আকাশ মহান্তীর আত্মার শান্তির জন্য উৎসর্গ করিলাম। প্রবীর কুমার মহান্তী 🙏

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরতি কি ? আরতি কি ভাবে করবেন ? সন্ধ্যা দেওয়ার নিয়ম কি ? পড়ুন এবং দেখুন ।

শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।