শ্রী শ্রী সরস্বতী ।

সরস্বতী পূজা


শ্রী শ্রী সরস্বতী:- সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী
দেবীভাগবত পুরাণ অনুসারে,দেবী সরস্বতী ভগবান বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপন্ন হয়েছেন। তিনি  বুদ্ধি, বিদ্যা, জ্ঞানসংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী, তিনি সকল সংশয় দূরকারিণী,সর্বসিদ্ধিপ্রদায়িনী এবং উপজীবিকা স্বরূপিনী । তিনি শুক্লবর্ণা, পীতবস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তকহস্তা।তিনি ব্রহ্মার সৃষ্টিতে যে জ্ঞানের  দরকার হয়, সেই জ্ঞানপ্রদায়িনী। তিনি লক্ষ্মী-সরস্বতী-পার্বতী এই ত্রিদেবীর অন্যতম
বসন্ত পঞ্চমী:-
বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মা পরম জ্ঞানকে আহ্বান করেন, তখন দেবী সরস্বতী সাকার স্বরূপে প্রকট হন ও তিনি ব্রহ্মা কে বিবাহ করেন। 
সেই জন্য বসন্তপঞ্চমী (মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতিথিতে দেবী সরস্বতী পূজা হয় জ্ঞানসংগীত  শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপানভিয়েতনামইন্দোনেশিয়া  মায়ানমারেও সরস্বতী পূজিত হয়ে থাকে  
 সরস্বতী  

কখনো বা তিনি বাগ্দেবী ত্রয়ীমূর্তি - ভূ: ভুব: স্ব:, জ্ঞানময়ীরূপে সর্বত্রব্যাপিনী। কখনো বা তিনি ব্রহ্মার প্রিয়তমা পত্নী ব্রাহ্মী তিন গুণের মধ্যে তিনি সত্ত্বগুণময়ী  গরুড় পুরাণে সরস্বতী - শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতি নামে আখ্যাতা । তন্ত্র শাস্ত্রমতে সরস্বতী বাগীশ্বরী - অং থেকে ক্ষং পঞ্চাশটি বর্ণে তাঁর দেহ। আবার পদ্মপুরাণ-এ উল্লিখিত সরস্বতীস্তোত্রম্-এ দেবী সরস্বতী  শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা,শ্বেতগন্ধে অনুলিপ্তা, শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী,শ্বেত অলঙ্কারে ভূষিতা,শুক্লবর্ণা  রুপে বর্ণিত  হয়েছেন 

 
 গীতার চতুর্দশ অধ্যায়ের শ্লোকে আছে, ‘তত্র সত্ত্বং নির্মলাত্বাৎ’ অর্থাৎ সত্ত্ব, তমো ও রজোগুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র গুণ। স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। ওই অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে আবার  বলা হয়েছে- ‘সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানং’ অর্থাৎ সত্ত্বগুণে জ্ঞান লাভ হয়। তাই সত্ত্বগুণে গুণান্বিত বলে তিনি জ্ঞানদায়িনী।




লেখক পরিচিতি:- প্রবীর মহান্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।  প্রবীরের  বইগুলি Amazon.com. flipkart.com, abebooks.com এর মাধ্যমে বিক্রি হয়। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখনো পর্যন্ত ১২ লাখের বেশি লোক  প্রবীরের লেখা আর্টিকেল গুলি পড়েছেন।
Comment of Author:-

If anybody or any organization doesn't agree with any content of this article, he or they may mention it in the comments with documentary evidence and it will be corrected. Any comments in this regard without documentary evidence and source of Information will be treated as mala fide and will be deleted.

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরতি কি ? আরতি কি ভাবে করবেন ? সন্ধ্যা দেওয়ার নিয়ম কি ? পড়ুন এবং দেখুন ।

শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।