বিলুপ্তির পথে পুরোহিত ও পৌরহিত্য' এবং সংক্ষেপে সনাতন হিন্দু ধর্মে পূজার ক্রম/নিয়ম।
পৌরহিত্য' ও পুরোহিত ব্রাহ্মণ । পুরোহিত ও পৌরহিত্য নিয়ে জানার আগে আমাদের কতগুলি টার্ম (সংজ্ঞা ) স্পষ্ট ভাবে জানা দরকার। 1.গুরু: গু এর অর্থ অন্ধকার এবং রু এর অর্থ প্রকাশ । অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যান তিনি হলেন গুরু। উদাহরণ;দেব গুরু(বৃহস্পতি ), রাজগুরু ইত্যাদি। 2.আচার্য: যার বেদ এবং শাস্ত্রের জ্ঞান আছে এবং যিনি গুরুকুলে ছাত্রদের শিক্ষা প্রদান করেন তাকে আচার্য বলা হয় ।মহান আচার্য্যের উদাহরণ - কৃপাচার্য,দ্রোণাচার্য্য । 3.পুজারি:- যিনি মন্দির বা অন্য কোন স্থানে পূজা পাঠ করেন তিনি হলেন পূজারী।পূজারীগণ পূজা, আরতি, ভগবানের মূর্তির যত্ন নেওয়া সহ মন্দিরের নিত্যকর্মসমূহ সম্পাদন করেন। 4.পুরোহিত;- পুরোহিত দুটো শব্দ দিয়ে তৈরি :-পর এবং হিত অর্থাৎ যিনি অন্যের (হিত ) ভালো করেন। উদাহরণ;-রাজ পুরোহিত ,কুলপুরোহিত ইত্যাদি। আমাদের সমাজের এই পুরোহিতরা অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমাদের হিত করে চলেছেন কারণ এঁদের ধর্মচিন্তা আলাদা কিন্তু আমাদের ধর্মচিন্তা বড়ই অদ্ভুত ও বিচিত্র। আমরা...