অযোধ্যার এক রাজকন্যা কিভাবে দক্ষিণ কোরিয়ার মহারানী হয়েছিলেন ।
অযোধ্যার রাজকন্যা সূর্য রত্না (সুরিরত্না) বিয়ের পরে -দক্ষিণ কোরিয়ার রানী হিও । দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র (কোরীয়: 대한민국 দাএ-হান্-মিন্-গুক্ )। দক্ষিণ কোরিয়ার উত্তরে, উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পীত সাগর। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী । এই এই সুন্দর দেশ দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের এক পারিবারিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের এক পারিবারিক সম্পর্ক। দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের এই পারিবারিক সম্পর্কের কারণ অযোধ্যা নগরীর রাজকন্যা সূর্য রত্না(সুরিরত্না)। পড়ুন >> তথ্য অনুসন্ধান অনুসারে ,৩৩ খ্রিষ্টাব্দে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রাজকন্যা সূর্য রত্নার(সুরিরত্না) জন্ম হয় । কিংবদন্তি অনুসারে অযোধ্যার রাজকন্যা সুরিরত্নার পিতা মাতা স্বপ্নে দেখেছিলেন তার মেয়ে সূর্যরত্নার দক্ষিণ কোরিয়ার( Geumgwan Gaya also known as Bon-Gaya (본가야, 本伽倻, "original Gay