পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গোবর্ধন পূজা ,অন্নকূট মহোৎসব ও বাঁধনা পরব।

ছবি
  গিরি গোবর্ধন  পূজা  ,অন্নকূট মহোৎসব ও  বাঁদনা  বা  বাঁধনা পরব। পৌরাণিক কাহিনি। প্রত্যেক বছর বৃন্দাবনবাসীরা বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রের পূজা  করতেন । গোকুলে থাকার সময়ে কৃষ্ণ একবার বৃন্দাবনবাসীদের  দেবরাজ ইন্দ্রের পূজা করতে নিষেধ করেন। তাই কৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বছর ইন্দ্রের পূজা  বন্ধ করে দেন। এতে দেবরাজ  ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করেন। বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গিরিধারীরূপে গোবর্ধন পর্বতকে  উপরে ছাতার মতো করে ধারণ করলেন এবং বৃন্দাবনবাসীরা তার নিচে তাদের গাভী দের  নিয়ে আশ্রয় নিলেন। । ইন্দ্র পরাজিত হন। অহংকারী ইন্দ্র লজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ পদে আত্মনিবেদন করলেন। তার পর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসীরা কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’পূজা ও  গরু গাভীদের  পূজা আরম্ভ করেন। সেই পূজাই গোবর্দ্ধন পূজা / অন্নকূট উৎসব। এই অনুষ্ঠান থেকেই গোবর্দ্ধন পূজা / অন্নকূট মহোৎসবের সূচনা।  এদিন থেকেই  গিরি গোবর্দ্ধন পূজার সাথে  গোমাতার (সুরভি /কামধেনু) পূজা ...