মানুষ চেনার সহজ উপায়।
মানুষ চিনুন :- আপনার কাছের মানুষ ও আপনার ক্ষতি পারেন। ☯ মানুষ চেনার সহজ উপায়। যথা চতুর্ভিঃ কনকং পরীক্ষতে, নিঘর্ষণচ্ছেদন তাপ তাড়নৈঃ । তথা চতুর্ভিঃ পুরুষঃ পরীক্ষতে,ত্যাগেন শীলেন গুণেন কৰ্ম্মন :॥ এর বাংলা অর্থ :- সোনাকে যেমন ঘষা, কাটা, উত্তপ্ত করা ও প্রহার দ্বারা পরীক্ষা করে চেনা যায়। তেমনি একজন মানুষকে তাঁর ত্যাগ,শীলতা ( শিষ্টাচার), গুণ ও কর্ম দ্বারা চেনা যায়। অত্যন্ত সহজে এবং এক কথায় যদি আমরা জানতে চাই ভালো মানুষ এবং খারাপ মানুষ চেনার উপায় কি ? তাহলে আমাদের মনে আসে আমাদের সমাজে বহু দিন ধরে প্রচলিত জ্ঞানী, গুণী জনের একটি স্বীকৃত উপদেশ /পরামর্শ। এই উপদেশ অনুসারে ;- ১ . আইডিয়াল মানুষ তারাই যারা ভালো ভালো আইডিয়া নিয়ে কথা বলতে পছন্দ করেন। ২ .ভালো মানুষ তারাই যারা ভালো ভালো টপিক /বিষয়বস্তু নিয়ে কথা বলতে পছন্দ করেন। ৩ .খারাপ মানুষ তারাই যারা প্রায় সবসময় অন্য মানুষদের নিন্দা, কুৎসা করতে পছন্দ করেন। এছাড়া আজকালকার জ্ঞানী, গুণী জনের উপদেশ/পরামর্শ অনুসারে,মানুষ কে যদি...