পোস্টগুলি

2024 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলিযুগের বৈশিষ্ট্যসমূহ এবং কলিযুগের পতন -

ছবি
কলিযুগের বৈশিষ্ট্যসমূহ: কলিযুগের পতন - ☯ এই যুগে মানুষ মেশিনের সাহায্যে নতুন নিত্য আবিষ্কার করবে।নতুন ইতিহাস তৈরি করবে,অনেক অসম্ভবকে সম্ভব করবে। অমরত্বের সন্ধানে মানুষ অমরত্বের কাছাকাছি পৌঁছাবো। মানুষ  মেশিনের সাহায্যে গ্রহ  এবং মহাকাশের মধ্যে   ভ্রমণ করবে,অনেক অজানাকে জানবে। মানুষ এবং মেশিন খুব বেশি শক্তিশালী হবে। কলি যুগে  চতুরাশ্রম প্রথা টি সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে ,যার ফলে নানা প্রকার সামাজিক ব্যাধি দেখা যাবে।  কলিযুগের মানব সম্পর্কে  ঋষি মার্কণ্ডেয়র  বক্তব্য :- ☯কলিযুগের মানুষের প্রধান গুন হবে - লোভ এবং ক্রোধ । ☯কলিযুগে মানুষ খোলাখুলিভাবে একে অপরকে ঘৃণা প্রদর্শন করবে। ধর্মের জ্ঞানহীনতা(অজ্ঞতা) ঘটবে। ☯কলিযুগে মানুষ মানুষকে সামান্য ঝগড়া,বকাবকি ও বিবাদের জন্যে খুন করবে এবং এর জন্য অপরাধবোধ হবে না। ☯কলিযুগে লালসা সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবে এবং যৌন সংসর্গকে জীবনের কেন্দ্রীয় প্রয়োজন হিসাবে দেখা হবে। ☯কলিযুগে পাপ দ্রুত বৃদ্ধি হবে । মানুষ মাদকদ্রব্য ও ওষুধের আসক্ত হয়ে উঠবে। ☯ ব্রাহ্মণরা  জ্ঞানবান্,বিচক্ষণ,হতে পারবেন ন...