পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।

ছবি
চার যুগের সময় পরিমাণ ও বৈশিষ্ট্যসমূহ:-   হে ভক্ত বৎসল প্রভু ,হে প্রভু নারায়ণ ,আপনিই এই সৃষ্টির  স্রষ্টা এবং আপনি ই আদি এবং আপনিই অন্ত। আপনিই যুগ পরিবর্তক দেবতা। আপনারেই ইচ্ছায় যুগ পরিবর্তনের প্রাক্কালে  আপনার প্রিয় ভক্তদের রক্ষা, পরিত্রাণ ও  কল্যাণের জন্য যুগ পরিবর্তন ও তার লক্ষণ  ও এই  কলিযুগের অন্তে  আপনার  অবতারের কথা বর্ণনা করিলাম,ভুল ত্রুটি মার্জনা করিবেন।  নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে। ★ ১.সত্য যুগ হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্য যুগ হলো, চার যুগের প্রথম যুগ। অন্য যুগ গুলো হলো ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলি যুগ। মৎস্য অবতার বৈশাখ মাসের শুক্ল পক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি।  এই যুগে ভগবান ৪ টি রূপে অবতার নিয়েছিলেন । 1. মৎস্য (মাছ), 2.কুর্ম (কচ্ছপ), 3.বরাহ (শুকর), 4. নরসিংহ (সংস্কৃত: नरसिंह, বানানান্তরে নৃসিংহ-মানুষ ও সিংহের সমন্বিত রূপ)। কুর্ম অবতার  বরাহ অবতার   এই যুগে শুধু পুণ্য ছিল,পাপ ছিল না। প্রাণ ছিল মজ্জায়। মৃত্যু ছিল ইচ্ছাধীন। এই যুগে সোনার পাত্র ব্যবহার করা হত।  ...

বেদ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী সৃস্টির রচনা।

ছবি
হে প্রভু ,হে শ্রী হরি, হে নারায়ণ ,আপনিই অনন্ত ,আপনিই এই সৃষ্টির  স্রষ্টা এবং আপনি ই আদি এবং আপনিই অন্ত। এই লেখাটিতে আপনার কথা বর্ণনা করিলাম,ভুল ত্রুটি মার্জনা করিবেন। আপনার শ্রী চরণে অনন্ত কোটি বার প্রণাম। 🙏 শ্রী মহা বিষ্ণুর ষোড়শ (১৬) নাম স্তোত্রম।   শ্রীহরি   নারায়ণ। সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদে হরি মানে -পরম পুরুষ । ঋগ্বেদের পুরুষ সূক্তে (পরম মহাজাগতিক সত্তার প্রশংসা)পুরুষ ( ব্রহ্ম) হলেন পরম ঐশ্বরিক সত্ত্বার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। যজুর্বেদের নারায়ণ সূক্ত অনুযায়ী পরম সত্তার দ্বিতীয় ও বিকল্প নাম- নারায়ণ। বেদ  হলো ভগবান নারায়ণের আত্মবচন, সৃষ্টির আদিতে মানব হিতার্থে ভগবান নারায়ণ বেদ জ্ঞান প্রদান করেন। ঈশ্বর ।  শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে - নিয়ন্ত্রণ কর্তা অর্থাত্‍ যিনি নিয়ন্ত্রণ করেন । পরমেশ্বর । আর যিনি  ঈশ্বরগণেরও ঈশ্বর তিনি হলেন পরমেশ্বর। তাঁর  অপর নাম গুলি হল পরমাত্মা,পরব্রহ্ম,সত্য বিষ্ণু,সত্য নারায়ণ ইত্যাদি। ইনিই হলেন অবিনাশী সত্ত্বা , কেবল ইনিই ত্রিগুণাতীত অর্থাৎ ইনি সত্ত্ব রজঃ তমঃ এই...