ভগবান কে ? পরমাত্মা কে ? ভগবান কোথায় থাকেন ? ভগবান কি খাবার খান ?

হে প্রভু , হে নারায়ণ ,আপনিই অনন্ত ,আপনিই এই সৃষ্টির  স্রষ্টা এবং আপনি ই আদি এবং আপনিই অন্ত। এই লেখাটিতে আপনার কথা বর্ণনা করিলাম,ভুল ত্রুটি মার্জনা করিবেন। আপনার শ্রী চরণে অনন্ত কোটি বার প্রণাম। 🙏
শ্রী মহা বিষ্ণুর ষোড়শ (১৬) নাম স্তোত্রম। 




 ভগবান কে?
ভগবান একটি গুন বাচক শব্দ। যার অর্থ গুণবান। এটি ভগ ধাতু থেকে এসেছে। এখানে ভগের  ছটি  অর্থ ১.সমগ্র  ঐশ্বর্য,২. সমগ্র বীর্য,৩.সমগ্র যশ, ৪.সমগ্র শ্রী,৫. সমগ্র জ্ঞান,৬. সমগ্র বৈরাগ্য। আর যিনি এই ছয়টি  গুণ ধারন করেন তাকে আমরা বলি 'ভগবান'।

 
এই জগতে কেউ বড় ধনী হতে পারে, কিন্তু কেউ দাবী করতে পারেন না আমি সমস্ত ধনের মালিক । এই জগতে কেউ জ্ঞানী হতে পারে ,কিন্তু কেউ দাবী করতে পারে না সে সমস্ত জ্ঞানের অধিকারী । কিন্তু ভগবান সমস্ত ধন ,সমস্ত জ্ঞান ,সমস্ত সৌন্দর্য্য ,সমস্ত যশ ,সমস্ত শক্তির অধিকারী , তাই তাকে বলা হয় ভগবান ।

ঈশ্বর  
শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে -নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ কর্তা অর্থাত্‍ যিনি নিয়ন্ত্রণ করেন । 
পরমেশ্বর
আর যিনি  ঈশ্বরগণেরও ঈশ্বর তিনি হলেন পরমেশ্বর তাঁর  অপর নাম গুলি হল পরমাত্মা,পরব্রহ্ম,সত্য বিষ্ণু,সত্য নারায়ণ ইত্যাদি। নিই হলেন অবিনাশী সত্ত্বা , কেবল ইনিই ত্রিগুণাতীত অর্থাৎ তিনি  সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত।সৃষ্টিতত্ত্ব/সৃষ্টিচক্র বর্ণনা অনুযায়ী সৃষ্টির আদিতে পরম  পুরুষকে নিত্য সত্ত্বা হিসেবে দেখা হয়। এই নিত্য সত্ত্বার কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। নিত্য সত্ত্বার দ্বারা সৃষ্ট বিশ্বব্রহ্মান্ডের মধ্যে বিদ্যমান সবকিছুর মধ্যে  সত্ত্ব , রজঃ  ও তমঃ এই তিন টি গুণ বিদ্যমান। এক মাত্র পরম পুরুষ হলেন  ত্রিগুণাতীত  অর্থাৎ সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। 

ভগবান কি খাবার খান ?
ভগবান এই পৃথিবীর উপাদান দিয়ে তৈরি নন ,তাই আমাদের পৃথিবীর প্রাণীর মতো তাঁর খাবার খাওয়ার প্রয়োজন নেই ,তবে ভক্তরা  যখন ভক্তি দিয়ে  তাঁর জন্য নৈবেদ্য অর্পণ করেন ,তখন প্রভু  ওই নৈবেদ্যর গন্ধ গ্রহণ করেন এবং গন্ধের মাধ্যমে নৈবেদ্যর রস আস্বাদন করেন।
                                       


লেখকের মন্তব্য:-এই নিবন্ধটি ভগবান জগন্নাথের ঐশ্বরিক অনুপ্রেরণায় লেখা হয়েছে। যদি কেউ বা কোনও সংস্থা এই নিবন্ধের কোনও বিষয়বস্তুর সাথে একমত না হন  তবে তিনি বা তারা এটিকে দলিল প্রমাণ সহ মন্তব্যে উল্লেখ করতে পারেন এবং এটি সংশোধন করা হবে। ডকুমেন্টারি প্রমাণ এবং তথ্যের উৎস  ছাড়া এই বিষয়ে যে কোনও মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত এবং  অসাধু বলে গণ্য করা হবে 

সবাই ভালো থাকুন ,সুস্থ থাকুন। সমগ্র মানব জাতি ও জীব জন্তুর  কল্যাণ হোক। শান্তির জয় হোক,সত্যের জয় হোক,মানবতার জয় হোক ,সনাতন ধর্মের জয়  হোক। 🙏হে প্রভু আমাকে শুধু জ্ঞান দাও, ভক্তি দাও আর শক্তি দাও🙏




প্রবীর  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।  প্রবীরের  বইগুলি Amazon.com. flipkart.com, abebooks.com এর মাধ্যমে বিক্রি হয়। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখনো পর্যন্ত ১২ লাখের বেশি লোক  প্রবীরের লেখা আর্টিকেল গুলি পড়েছেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরতি কি ? আরতি কি ভাবে করবেন ? সন্ধ্যা দেওয়ার নিয়ম কি ? পড়ুন এবং দেখুন ।

শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।

কলি যুগের অবসান/সমাপ্তি ও কল্কি অবতার - সত্য যুগের পুনঃপ্রতিষ্ঠা- সত্য,ত্রেতা,দ্বাপর,কলি এই চার যুগের সময়,পরিমাণ,বৈশিষ্ট্যসমূহ ও অবতার এবং যুগ পরিবর্তন ।