ভগবান কে ? পরমাত্মা কে ? ভগবান কোথায় থাকেন ? ভগবান কি খাবার খান ?
হে প্রভু , হে নারায়ণ ,আপনিই অনন্ত ,আপনিই এই সৃষ্টির স্রষ্টা এবং আপনি ই আদি এবং আপনিই অন্ত। এই লেখাটিতে আপনার কথা বর্ণনা করিলাম,ভুল ত্রুটি মার্জনা করিবেন। আপনার শ্রী চরণে অনন্ত কোটি বার প্রণাম। 🙏
শ্রী মহা বিষ্ণুর ষোড়শ (১৬) নাম স্তোত্রম।
ভগবান কে?
ভগবান একটি গুন বাচক শব্দ। যার অর্থ গুণবান। এটি ভগ ধাতু থেকে এসেছে। এখানে ভগের ছটি অর্থ ১.সমগ্র ঐশ্বর্য,২. সমগ্র বীর্য,৩.সমগ্র যশ, ৪.সমগ্র শ্রী,৫. সমগ্র জ্ঞান,৬. সমগ্র বৈরাগ্য। আর যিনি এই ছয়টি গুণ ধারন করেন তাকে আমরা বলি 'ভগবান'।
এই জগতে কেউ বড় ধনী হতে পারে, কিন্তু কেউ দাবী করতে পারেন না আমি সমস্ত ধনের মালিক । এই জগতে কেউ জ্ঞানী হতে পারেন ,কিন্তু কেউ দাবী করতে পারেন না সে সমস্ত জ্ঞানের অধিকারী । কিন্তু ভগবান সমস্ত ধন ,সমস্ত জ্ঞান ,সমস্ত সৌন্দর্য্য ,সমস্ত যশ ,সমস্ত শক্তির অধিকারী , তাই তাকে বলা হয় ভগবান ।
ঈশ্বর ।
শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে -নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ কর্তা অর্থাত্ যিনি নিয়ন্ত্রণ করেন ।
পরমেশ্বর।
আর যিনি ঈশ্বরগণেরও ঈশ্বর তিনি হলেন পরমেশ্বর। তাঁর অপর নাম গুলি হল পরমাত্মা,পরব্রহ্ম,সত্য বিষ্ণু,সত্য নারায়ণ ইত্যাদি। ইনিই হলেন অবিনাশী সত্ত্বা , কেবল ইনিই ত্রিগুণাতীত অর্থাৎ তিনি সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত।সৃষ্টিতত্ত্ব/সৃষ্টিচক্রর বর্ণনা অনুযায়ী সৃষ্টির আদিতে পরম পুরুষকে নিত্য সত্ত্বা হিসেবে দেখা হয়। এই নিত্য সত্ত্বার কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। নিত্য সত্ত্বার দ্বারা সৃষ্ট বিশ্বব্রহ্মান্ডের মধ্যে বিদ্যমান সবকিছুর মধ্যে সত্ত্ব , রজঃ ও তমঃ এই তিন টি গুণ বিদ্যমান। এক মাত্র পরম পুরুষ হলেন ত্রিগুণাতীত অর্থাৎ সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত।
ভগবান কি খাবার খান ?
ভগবান এই পৃথিবীর উপাদান দিয়ে তৈরি নন ,তাই আমাদের পৃথিবীর প্রাণীর মতো তাঁর খাবার খাওয়ার প্রয়োজন নেই ,তবে ভক্তরা যখন ভক্তি দিয়ে তাঁর জন্য নৈবেদ্য অর্পণ করেন ,তখন প্রভু ওই নৈবেদ্যর গন্ধ গ্রহণ করেন এবং গন্ধের মাধ্যমে নৈবেদ্যর রস আস্বাদন করেন।